ইউনিয়ন পরিষদের নামকরণ: উল্লেখযোগ্য কোন কারণ জানা যায় না। ধারনা করা হয় যে, ইউনিয়নন্ত রামেশ্বরপুর গ্রামকে কেন্দ্র করিয়াই ইউনিয়নের নাম রামেশ্বরপুর রাখা হইয়াছে।
১) নাম – ৩ নং রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ।
২) আয়তন – ১৭.৫১ (বর্গ কিঃ মিঃ)
৩) লোকসংখ্যা – পুরুষ-১৬৭৭০ জন (প্রায়) মহিলা ১৫৩৫৮( বর্তমান জন্ম নিবন্ধন বহি অনুসারে)
৪) গ্রামের সংখ্যা – ১৪ টি।
৫) মৌজার সংখ্যা – ০৮ টি।
৬) হাট/বাজার সংখ্যা -৩ টি।
৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ভ্যান/ভটভটি।
৮) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
দাখিল মাদ্রাসা- ২টি।
আলিম মাদ্রাসা-১টি।
হাফেজিয়া মাদ্রাসা-০৫ টি।
৯) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব রফিনেওয়াজ খান রবিন
১০) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
১১) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
১২) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ০৩/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০২/০৮/২০১৬ইং
১৩) গ্রাম সমূহের নাম –
কামারচট্ট উত্তরপাড়া সতীহারা
জাগুলী তেজপাড়া মাঝপাড়া
নিশুপাড়া শুভপাড়া পাচকাতুলী
চকমাল্লা সাগাটিয়া ঘোন সাগাটিয়া
দক্ষিন সাগাটিয়া হোসেনপুর
১৪) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
৪) তথ্য সেবা কেন্দ্র পরিচালক- ২ জন।
১৫। স্বনামধন্য ব্যক্তিদের পরিচয়: (ক) কৃষিবীদ এম,এ জলিল (সাবেক পরিচালক সেতুকর্পরেশন)
(খ) কৃষিবীদ মো: মেফতাউল ইসলাম (সৈকত) (প্রভাষক, কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা)
১৬। কৃষি ও অকৃষি জমির পরিমান: কৃষি জমি ১৪০০ হেক্টর, অকৃষি জমি ৩৫১ হেক্টর ।
১৭। প্রধান প্রধান ফসলের নাম: ধান, পাট, আলু ও সবজি।
১৮। প্রধান প্রধান রপ্তানী পন্য (কৃষি ও কুটির শিল্প): কৃষি- ধান, পাট, আলু, সবজি, অকৃষি- বাশের খাচি ও কাঠের ফার্নিচার ।
১৬। যোগাযোগ ব্যবস্থা/পাকা রাস্তা/কাচা রাস্তা: পাকা রাস্তা-১৭ কি: মি: কাচা রাস্তা ৪০ কি: মি:
১৭। নদী, খাল, বিল, পুকুরের সংখ্যা: নদী-০১টি (ইছামতি), বিল-০৩টি, খাল- নাই, পুকুর-৫২টি (ছোট ও বড়)
১৯। লাইব্রেরীর সংখ্যা: ০১ টি, রামেশ্বরপুর ব্রাক গণকেন্দ্র পাঠাগার
২০। স্বাস্হ্য সেবা, হাসপাতাল, ক্লিনিকের সংখ্যা: স্বাস্থ্য সেবা কেন্দ্র ০১টি, স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্র ০১টি কমিউনিটি ক্লিনিক ০৪টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS